মনটা এলোমেলো সন্ধা বেলা
খোঁজেনি সে এই টুক
ভাবতে গিয়ে চোখটা ছলছল
হুহু করে বুক।


আসেনি সে বলতে কিছু যে
ভেবে এসব বুঝে সুজে
উধাও আবেগ তারি
বোঝেনি কেন সেই মেয়ে
কান্না কত ভারি।


বাতাসে কেন এই শনশন
নেই কোন মান তাতে
সময় নিয়ে রাতে
নেই আয়োজন নেই প্রয়োজন
আমাতে সেই মাতে।


আলোছায়া এই খেলাতেই
একলা আছি যেচে
আমি চাঁদের সাথে বলেছি
দুঃখ নিয়ে নেচে
সেই কথা ভাববে মনে
দুখের সাগর সেচে।