তুমি তারে চোখই বলো
দৃষ্টি সে যে নয়
এখান থেকে বহুত দূরে
যদি রাত্রি হয়

ভাববে তখন হাতটি ধরে
কেউ পাশে আছে
এমন করে ভাবতে হবে
যেন অনেক কাছে।

মনের অনেক সুখে তুমি
ভাবলে কত কথা
তুমি বললে কী আর এমন
লাগলে মনে ব‍্যথা?