ইশারায় বেঁচে থাকা তুমি এক নদী সরোবর
পাহাড় দেখিনি আমি এ কোনো বিরাট খবর?
দূর থেকে দেখা চোখে বাতাসের ভাজে লেখা চিঠি
শনশন করে রোজ বাজে কেন এমন প্রতিটি?
আনমনা হয়ে শুধু চেয়ে থাকি মেঘের বাতাসে
বৃষ্টির শীতল এনে খড়কুটো উড়ে উড়ে হাসে।
উপদ্রুত উপত্যকায় উড়ে উড়ে শানানো পরাগ
খচখচ করে গাঁথে পুরানো ফিনকিতে রক্তের দাগ।


নড়বড়ে শিকড়ে টিকে থাকা বটের সূচালো গুড়ি
আমার গল্প জানে, তাই রোজ দেয় সুড়সুড়ি।
ভেসে যাওয়া পাতাদের অন্য কথা, অন্য ভুল
পতনে পতন আনে, এই সত্য ভাসায় দুকূল,
পল্লবিত ফসলের এতো গান, এ পাহাড়ি দিন
বেঁচে থাকা মানে আশা, ভালবাসা চিরঅমলিন।