এক দুই তিন গুনে
এই শেষ ফাল্গুনে
ঝরে পাতা যত,
হিসাবের খাতা নেই
হাতা নেই মাথা নেই
করে যা তা শত!

লকলক জালি পাতা
জীবনের খোলে খাতা
দোলে দক্ষিনায়,
ডাকে পাখি অনুক্ষণ
শুনি তাই দিয়ে মন
দিন চলে যায়।