গাল-গল্প চাল-গল্প আগ্রহতে লুফে
শুনছে দেখো শায়ান বাবু একা চুপে চুপে।
গল্প শুনার বায়না যত পড়ার বেলা অন্য
একটু শুধু গল্প এতো একটু ঘুমের জন্য।
বাঘের গল্প বললে ভয়ে থাক এখানে বাঘ
দৈত্য শুধু বলায় হাতে চিমটি ফেলায় দাগ।
কোনো গল্পই মনমতো হয়না একেবারে
খেঁকশেয়ালের গল্পটা কী মন ভরাতে পারে?
গল্পতে যে মান অভিমান, গল্পে হুলুস্থুল
সামলাতে রোজ এমন কত গল্প যে হয় ভুল।
ঘুমপাড়ানি গল্পেরা তাই রাত্রি এলে ঘুরে
ঘুমের দেশে যায় নিয়ে সেই যে অনেক দূরে!