মানুষ সত্য, নদী সত্য,
তবু যে তা হারায়
কেউ কেউ খুঁজে খুঁজে
কি যে সত্য পায়?
সত্য এ যে জীবন হাসি,
মায়া ভালবাসা?
তৃপ্ত কোনো জীবনেরই
এতটুকু আশা।
সেই ভালবাসা নিয়ে
আজ ও বেঁচে আছি
দূরে তবু মনে যে হয়
কত কাছাকাছি!!
মানুষ সত্য এর চেয়ে
সত্য কিছু নাই
আর কি আছে ভাই?
সময় চলে যায়।।