তোমার চোখে স্বপ্ন দেখি
আঁধার এলে নেমে
তোমার চোখে ভালোবাসি
একটু থেমে থেমে।।

দূর আকাশে মেঘে মেঘে
রঙধনু ভেজা আবেগে
ঝিরিঝিরি বাতাস লেগে
মজি তোমার প্রেমে।।

আমার একলা দিনে ভেবে
কবে তু্মি সঙ্গে নেবে?
দেবে আমায় ফুলের মালা
দেবে আমায় মনটা দেবে?

আশা মেটেনা ফোটেনা ফুল
ভুল যে সবই ছিলো ভুল
স্বপ্ন দেখা একা একা
এখন গেছে থেমে।।