ইচ্ছে করে মানুষ হবো
ইচ্ছে করে সত্যি কবো
ইচ্ছে করে সত্যি করে
আবার আমি মানুষ হবো।


কান কথাটা যে যাই বলুক
আমার আশা পায়ে দলুক
আমার কাজে সকাল সাঝে
চলতে পারা আমার স্বসুখ।

মাড়িয়ে যাওয়া মানুষগুলো
যেদিন হবে নিজে তুলো
আজকে তাদের বুঝ আসেনা
আমায় ভাবে ভালাভুলো।

আজকে মানুষ ভাবে যারা
তলে তলে সর্বহারা
এসব দেখে পাগলপারা
আবার আমি মানুষ হবো।।