স্বপ্নের এতো কাছে তুমি আছো পাইনি তাে টের
জীবনের মায়া মায়া গল্প জমা শুধু আমাদের।।

শুকনো পাতা ঝরা দেখে
ভেবেছি বসন্ত দুয়ার থেকে
নিলো বিদায় কবে থেকে?
পারিনি, বুঝিনি কোনো মানে এই সময়ের।
জীবনের মায়া মায়া গল্প জমা শুধু আমাদের।।


আঁকা পথ যেন এ সিঁথিতে
চুলের মায়ায় পড়েছি শীতে
বোঝাোনি কি ছিল দিঠিতে?
না বলা সে কথা হবে কি দেখা হলে ফের?
স্বপ্নের এতো কাছে তুমি আছো পাইনি তো টের।।