রোদের আলো ফুরিয়ে এলো
ইচ্ছে মত জোসনা
কসনা তোরা কসনা
কেমন করে রাঙিয়ে গেলো?
সবখানে রঙ ছড়িয়ে গেলো।


রাত্রি এলো তারায় তারায়
রাত্রি এলো বনে
জোসনা মেখে মনে
জোনাকি চায় এমনি হারায়
মন কি চায় এমন হাওয়ায়?


গল্প শুনি গল্প বলি
ফুরিয়ে গেলে গল্প
কি করি যে বলতো?
সময় অল্প কি যে বলো?
জলাঞ্জলি সব কি গেলো?