মুখ করে গোমড়া সে কে যেন বৃদ্ধ
কাঠফাটা রোদে বসে খায় আলু সিদ্ধ
ধোপে তার টেকেনা কোনো কথা গল্পে
ধারে কাছে কেউ তাই ভেড়েনা অল্পে
ছোবদুল আব্দুল সব্বাই একজোটে
দিনরাত এ নিয়ে একশো দোষ খোটে।
শুধু তার শিরোনাম বেঁচে থাকে আড্ডায়
দরকারি লোকেরা এইভাবে বাদ যায়।
বাদ যায় মাটি আর মানুষের লোকেরা
সমাজের রণ্রে লেগে থাকে জোকেরা।