জল নূপুরে বন্দী জীবন
এইটুকু হাত পাতলে,
মাতো যত মাতো এখন
লাভ কী পরে মাতলে?


ভীড়ের বাকি শোধই হবে
গ‍্যারান্টি তার কত?
সেই বিজয় সৌধ যাপন
সুদূর পরাহত!


এসো তোমার সাধটা মিটাই
খোলস ছাড়ার দিনে
তোমার হয়ে বাজাচ্ছে কে
কষ্টে লহ চিনে।


চিনতে না পাও দান ছেড়ে যে
জানটা বাঁচাও হাকে
কী দরকার পেছন চেয়ে
জান যদি না থাকে!