ঘুঙুর পায়ে আলতো পায়ে এসে
শিমুল ফোটা সকাল ভালবেসে
একটি দুটি হাজার পাখির ডাকে
গোপন সে গান গুনগুনিয়ে যাকে
পথের বাকে থামতে দেখা যায় ;
তবু দেখা হাল পাবে না হাওয়ায়
দুলিয়ে বেণী কালো চুলের ঢেউ
লুকিয়ে যেন দেখেনা আর কেউ
রোজ চেনা সে ছবির মতো মেয়ে
কত্ত যে প্রেম জমছে তাকে চেয়ে!
ভরসা নেই রোদের ঝলকানিতে
সবাই থামে তার ছোট এক গীতে।
সুরহারা গান সুরের দ‍্যূতি পেয়ে
মগ্ন গানে ছবির সেই মেয়ে।