তুমি একা রুদ্ধ থাকো
আমি কিন্তু রুদ্ধ না!
ফটাশ করে বলতে পারি
এটা কী আর যুদ্ধ না?

ভাবছো আমি তোমার মত
কেমন করে মানিয়ে নেই?
একটু আমায় ক্ষেপিয়ে দেখো
কেমন করে জানিয়ে দেই!

যেমন করে আলুসিদ্ধ
ঠাস করে যে বাস্ট হয়,
যে দেশে সব এত্তো মানা
কেমনে তারে রাষ্ট্র কয়?