খলসে মাছে খালের কাছে
ঘরের নাগাল ভুলে
ভরাট বিলে মিলেঝিলে
যাবে গাঙের কূলে?


বৃষ্টি বাদল যায় মিলিয়ে
শোল বোয়ালের ঝাঁকে
টেংরা পুটি খলবলিয়ে
জল মাতিয়ে রাখে।


বলছি কোথাও যাবে নাকি
মেঘনা আমার ঘর
বৃষ্টি হলে খেলতে এসো
আষাঢ় মাসের পর।


তোমার সাথে নেমনতন্ন
গুড়ুম গুড়ুম মেঘে
খেলতে এসো মেঘনা জলে  
ঝড়ো হাওয়ার বেগে।