কবিতারে যতো বলি এসো রবিবার
কবিতা কানের কাছে কহে কবিবর,
কী কথা কহেন কবি এই ছিল মনে?
ক‍্যামনে ছাড়িব সঙ্গ এই প্রিয়জনে?
কবিতার কাচ পোকা করে খচখচ
দুমড়ে সে ভাষা মূঢ় করে মচমচ।
চাইনাতো হীরামতি স্বর্ণ অলংকার
ক্ষুদ্র এই সাধু সঙ্গ কেন গুরু ভার?
পশ্চাতে কবির স্ত্রী চোখ করে লাল
মাঝখানে পড়ে কবি বড় বেসামাল।