কবিতায় স্বপ্ন থাকে
কবিতায় স্বপ্ন আঁকে।
যদি কেউ হাকে দাম !
জীবনে শুরু হয়
বাঁচার সংগ্রাম।


কবিতায় কষ্ট ভাসে
অশ্রু শিশির ঘাসে।
যদি তাতে ভরে গানে
নিমেষেই বদলায়
জীবনের মানে।


কবিতায় শ্রমে ঘামে
জীবন বেঁচে অল্প দামে
খুঁজে কী আর কিছু পায়?
তাতে কী আসে যায়
জীবনের মানে তো পাল্টায়!