ছুঁয়ে দেখো,
এ কেমন
কবিতা জীবন?


দিব্য
খাচ্ছি
দাচ্ছি
ঘুমাচ্ছি;


অথচ সেই
তুমি শুধু
পাশে নেই!


কাপ্তাই
বাঁধের পাশে
ডুবে থাকা
জল


ঠান্ডায়
হিম
হয়ে
আসা
প্রেমের গজল!


ছুঁয়ে দেখো
এ কেমন
কবিতা জীবন!


চন্দ্রনাথ, মেঘ
একাকার যেই
পাহাড়
সন্ধ্যা
অভিমান;


আক্রান্ত
ভুলে
জেগে
ওঠে
পাহাড়
সমান!


আর
আমি সেই;
শুধু তুমি
পাশে নেই!


রাত্রির
নিয়ম ভেঙে
আমি যে
নির্ঘুম


ছুয়ে
দেখো
এ কেমন
কবিতার ধুম?