কোথায় তুমি আছো বলো?
সারাক্ষণ ব্রতচারী নিমগ্ন মায়াবী চোখে
আর কত চেয়ে চেয়ে সময় হারাবে তুমি?
অদ্ভুত তাড়নায় বিদগ্ধ আত্মার গ্লানিবোধ নিয়ে
অনুশোচনায় মায়ার কাছে কত সময় হারাবে তুমি?


কোনো কান্নার হিসসা নিতে নয়
নতজানু চেয়ে থাকা তোমার দুচোখে
কতটুকু ছুঁয়েছে রাত্রির বিরহ দেনা?
শুধু এই দৃশ্যটুকু অদৃশ্য ক্যামেরায় বন্দী করতে
আমাকে আসতেই হবে।