লাল নীল পাখাটার শব্দটা মন
প্রজাপতি বলো এতো আমার জীবন
বৃষ্টির ঝাঁপি খুলে একটু উঠোন
প্রিয় তুমি দেখো বড় এ আয়োজন।
শব্দের এতো ধার বাজে শনশনশন!
দাগ কেটে যায় এ মনে অগণন।
আঁকা সে ছবি দেখি তোমার মতন
আমার এ মন কী তোমার এখন?
খুঁজে খুঁজে পাচ্ছিনে, কোথায় এ মন?
লুকিয়ে কী করেছো অনেক আপন?
শব্দের এতো ধার সাদা কালো মেঘে!
দিনশেষে তুমি থাকো আমার আবেগে।