লাল নীল জীবনের কত কথা শুনি
এই নিয়ে শৈশবে স্বপ্ন যে বুনি,
মানা মানা কত শত না না না না
শুনে শুনে মনটা হল বোবা কানা
নিজের জন্য নয় শুধু বেঁচে থাকা
দেশের জন্য চাই স্বপ্ন ছবি আঁকা।
এইখানে পাহাড়ের ওপাশে নদী
বয়ে যায় একটানা চির নিরবধি।
গান গায় মাঝি চাষী বাহে হাল
এই নদী আমাদের সাথী চিরকাল।
কামার কুলি তাঁতী মিলে বসবাস
সবখানে হয়ে আছে সম্প্রীতি চাষ।
বহুদূর মেঠোপথ ছায়া ঘেরা গাঁও
আমাদের এই দেশ ছবিতে মিলাও