মিছিলের সন্ধানে
যে থাকে লটকে
কী হবে আটকে?
যে কাজে সটকে!


ফটকে তারি দেখা,
এক্কেরে গরদে
দুমুখো সাপ পুষে
কে কাঁদে দরদে?


মিছিলের শব্দে
যার মুখ ফ‍্যাকাশে
ভুংভাং যত হোক
অতি বড় একাশে!


শৃঙ্খল ভাঙা দায়
জনতায় ভাবছে
গোপনে এই শুনে
মহারানিকাঁপছে!


কাঁপাকাপি দৃশ্য
মুখে যত লুকিয়ে
জনতা শেষ জয়
পেতে আছে মুখিয়ে।