দূরে দূরে ঘুরে ফিরে
ভাবে নিজে বন্দী
তারে নিয়ে স্বাধীনতা
লিখে দেয় সন্ধী।


দুবেলাতে শোরগোল
নীরবতা চায়
কে শেখাবে মৌনতা
নেই ডানে বায়!


ঘুষখোর তুষচোর
একই সমতলে
মদগিলে ভাই ভাই
সাজে কৌশলে।।