এইখানে নদী দেখো এইখানে নদী
এইখানে পুতে রাখো জঞ্জাল যদি
এইখানে কানপাতো এইখানে খাড়ি
ইলিশের ঝাঁকে বলে বাংলায় বাড়ি।
এইবাড়ি ইলিশা, বাড়ি হাতিমারা
খেজুরের গুড় বলে স্বাদে মৌ পাড়া।
এইখানে খাদি পরে দাদি পান বাটে
গল্পেরা আড়িপাতে দূর বন মাঠে।
হরিণের পাল ছোটে বাঘ আসে বাঘ
এইখানে আমাদের তাই এ দেমাগ।
এই দেশ রক্তের দামে কেনা ভূমি
আমি কে? তুমি কে? দেশ আমি তুমি।