না পেয়ে অহেতুক
খুঁজি ভুল প্রেমে
মুখের কথা চলবে
মন থেকে থেমে?

যত করি তুচ্ছতাই
মন কী দেবে সায়?
আঙুর যে টক প্রেমে
তাইরে নাইরে নায়।

প্রেম তাই ভেবে যাই
যেন বিছুটি পাতা,
যে ভাবে ভেবে যাক
মাথার উপর ছাতা!