যখন তখন ঢোল পিটিয়ে
নিজে রেকর্ডটা বাজিয়ে...
হাসল নাকি বিদ্রুপে লোক
তালি দিল জোর,
তুমি তো ভাই দারুণ খুশি
ভাবছো ওয়ান মোর!
দেখলে বাড়ে হাই হ্যালো
ভাবেনা তার কত গেলো?
ভালই লাগে এই যে খেলা
খুলবে জয়ের দোর,
তুমি তো ভাই দারুণ খুশি
ভাবছো ওয়ান মোর!
ছন্দ : অক্ষরবৃত্ত ( ৮,৮ ও ৮,৫, ৮, ৫ এবং ৮,৮)