পাইনি তখন জেনেছি যখন
পাইনি ভাষা কখনও এমন!
দেখিনি আগে এমন ও স্বপন
ছিল যে আগে বড় জ্বালাতন!
ভেবেছি জীবন  এমনি হয়
আজ কেন তা হবারই নয়!
তবে কী ছিল জানার ভিন্ন?
আজ যা চাই দেখি যে ছিন্ন
দেখি সে পথ দূর বহু দূর
পাইনা খুঁজে কতটা ভাংচুর!
মনে হয় কাছে আসলে কী
জীবন বদলে এমন দেখি?
জীবনের তবে মানেটা কী?
কতটা পূর্ণ কতটা বাকি !