আকাশের মেঘ নেমে পদ্মায় ঘর
তারপাশে যত দেখি বড় সরোবর
সারাদিন খেলা করে দলে বালিহাঁস
পাখিদের দেশ ভেবে যদি ভুলে যাস
এইপারে মাঠে যত রাখালিয়া বাঁশি
সুর নিয়ে যাবে দূরে ক্লান্ত সে চাষী
গরুর বাথান ভরে মাঠ থেকে মাঠ
কচি ঘাস জীবনের দেয় যত পাঠ।
এইখানে ছায়াবট তার তলে মিলে
শ্রমে ঘামে খায় যেন গল্পটা গিলে।
আমি আছি কে যে নাই তবু নাই
পুরোনো সে গল্পে সায় দিয়ে যাই।