এই যে দুপুর চৈত্র দুপুর
গরম যখন চরমে,
গাছের ছায়ায় জটলা করে
গল্প বলার পটলা ভরে
হাসে যে কেউ শরমে!


ঘুরছে পাখা যাদের বাসায়
থাকে তারাও ছায়ার আশায়
পেতে একটু স্বস্তি,
এই প্রকৃতি এক নিমিষে
হয় মানুষের দোস্তি।


যারা শহর আপন বানায়
এই ছায়াতে তাদের মানায়?
ইটেই তারা বন্দী,
এই চৈত্রে ফুরফুরে তাই
পাঠেই বসে মন দি।