ইচ্ছে হলে রাত বেড়ে যেই
হয় না খেলা
পাতার বাঁশি বাজিয়ে ফেরা দিন
খুঁজতে গিয়ে হারিয়ে ফেলা
অন্য অবহেলা!
এমন করেই বাজায় কেন বীণ?


একটু না হয় দূরের জীবন,
এক হলো না!
কলাপাতার শব্দে কাঁদে মন,
তোমার এ মন খুব চনমন
হয় কী বলো না
আগের মত এখন সারাক্ষণ?