পঁচিশ বছর পরে
দেখা হলো তোমার আমার
তুমি তবু কতো নির্বিকার!
দূরে তোমার চোখে চোখ পড়তেই
আমার দুহাত যেন কাঁপছে অবিরাম
কণ্ঠনালী শুকিয়ে
আমি দাঁড়িয়ে থাকতে পারছি না
কিছু বলতে পারছি না
আর দিব্যি দাড়িয়ে তুমি কতো সাবলীল!
নাস্তার টেবিলের পাশে
বন্ধুর সাথে গল্পে প্রাণবন্ত!
কষ্টের শিরায় চেপে বেদনার নীল
ভেতরে ভেতরে আমি অশান্ত
যেন দূর্লভ ঘোলাটে এক মোহনার জল
যার শুধু পতনই আছে নীল যমুনায়!
শুনেছি পতনে পতন টানে!
তুমি তবে পতনের উর্ধেব কেন ঢেউ?
প্লিজ একটু বলবেন কেউ?
দিনে দিনে
নোনাজলে ঝাঁপসা এতো ঢেউ
লুকিয়ে ফেলায় আমি দক্ষ হয়েছি যতই
ভেঙে পড়া প্রতি মুহূর্ত আমার সাথে
কখন বেইমানি করে,
বলা চলে আত্মবিশ্বাস এখন আমার শূন্যের কোটায়!
মুখোমুখি দাড়াবো না থাক,
পুড়ে পুড়ে খাক
হয়ে যাক
কেন ভালবাসি বলেছিলি বোকা?
এই শাস্তি নিয়ে তোর শেষ হোক যতো উপাখ্যান।