পোস্টার সাটিনি কোনোখানে গেলোবার
এবারে সবখানে চেয়ে দেখি কারাগার
মুক্তির মন্ত্র কি? কবে দেবে ফুতকার?
এইবার এইবার বলে দেশ কারাগার!


সবখানে ভয় তবে, ভাঙবে এ ভয় কে?
ভীরুদের দল ভারি হয়ে যাবে ভড়কে।
সড়কে হাটা লোক দেবে যাবে গরতে
ভীরুদের দল যাবে উঠে পড়ে মরতে।


বলবার ভাষা নেই, ভাষা থামে ধারাতে
কে কে বুক উঁচিয়ে পারে রুখে দাড়াতে?
শোষকের উতখাত চায় যত বেমালুম
বজ্র এ শ্লোগানে কী ভেঙে যাবে সে ঘুম?