শোষণের হাতিয়ার মিঠে গুড় বচনে
লোভে পড়ে গেলে টের পাবে শেষ কচনে।
যত ঝাল যত নুন তেলে হবে সিদ্ধ
শোষকের বিষ তীর বুকে হবে বিদ্ধ।
এসবের অভিনয় টের পেলে পূর্বেই
সাহসের পতাকা দিকে দিকে উড়বেই।
তুমি শুধু মিছিলে এসে দাও হুংকার
পেয়ে যাবে মজদুর মুক্তির হাতিয়ার।
দশ হাত মুষ্টির এক সাথে মেলালে
শোষকের পিঠ ঠেকে যাবে শেষ দেয়ালে।
দেয়ালের এইপাশে চারপাশে জনগণ
মিলেমিশে বিজয়ের সুর তুলি অগণন।
অগণন মুক্তি খুঁজে ফেরে নিঃস্ব
মুনীরের দেশ দেখে হাত নাড়ে বিশ্ব।