একদিন।
একদিন স্নিগ্ধকনা শিশির এলো
আমার দুচোখ জুড়ে
পরানের গহীন শুষে...
তারপর
দিনভর
যেদিকে দুচোখ যায়
যেতে চায়।
সবখানে শুধু খা খা
কষ্ট মাখা
সেই দিনগুলো মাড়িয়ে এখন
প্রেমের পদ‍্য মানে
শিশিরের নোনতা সে জল
বিষ রোদ্দুরে শুকানো
বুকের খা খা জমিন
যেখানে নিশ্চুপ দাড়িয়ে একা
একদা স্বপ্নচারি!
এরপরও কেউ
যদি বলে বলুক
আশাহত কেউ
বেদনার ঢেউ!
আমি তার কী করেছি যে
স্বপ্ন লুটপাট করে নিজে?
কেন?  কেন?
আমার একাকি দিন
আমার স্বপ্ন রঙিন
নোনতা জলের চোখ
ফিকে হয়ে গেছে!
অথচ দিব‍্যি
পানের ডিব্বি
লিপস্টিক,
হাই হিলে সই
বডড মানানসই!
লেডিস ক্লাবের কর্তী
কে বলো চেনেনা তাকে?
                শুধু যাকে
এতো অচেনা করেছি আমি!


প্রিয় অচেনা আমি
তোমার নোনা জল ছেড়ে
নতুন শহরে ফের
ঘর ভাড়া করলাম।