তোমাকে তন্ন তন্ন করে খুঁজে,
বহুদিন পরে একই নাম মিলে যায়
আর আমিও মিলিয়ে দেখি;
যেন খুঁজে পাই,
আবার হারিয়ে ফেলি
মেঘ মেঘ আকাশে সন্ধ্যা তারার মতো!


বিশূদ্ধ বানান মিলে শব্দ এক অভিনব,
তবু একই পৃথিবীর পারে অদৃশ্য দুজন;
মুহূর্তে অনুভূতির রেখা ভিন্ন হয়ে যায়,
অন্য তারায় তারায়, কৃষ্ণবিবর পেরিয়ে
সব প্রেম, সব ভালবাসা বিলীন হয়
মুখোমুখি বাকরুদ্ধ অন্য মগ্নতায়;
মুখোমুখি বসে মৌনতায়!
যেন যুগ যুগ অপেক্ষায় আমি আর তুমি!


আৃমাদের গিয়েছে দিন
যতো পাশাপাশি
টিকটিক করে ঘড়ি ভালো করেনি!
শীতের বিকেলে যতো
হারানো বেসুরো সময়ে
তুমি ও যেন ঠিক তেমনই!
গুলি খেয়ে বালিহাঁস লুটিয়ে পড়ার ঢঙে,
সন্ধ্যা তারার মত;
মুহূর্তে এইভাবে হারাতে হয় নাকি, বলো?
কতো খুঁজবো আমি?