নিয়মের বেড়াজালে
শূন্যে শূন্য ভূবন
ভেবে নাও এই বেশ
এই তো জীবন!


কী এমন ক্ষতি হতো?
যদি এমন হতো!
কী এমন হাতি হতো
যদি আমারি হতো?


ভাগ্যের বেড়াজালে
জড়িয়েছি যেই জালে,
ভেবে নাও নিয়তির
লেখা সব কপালে!


মনে মনে আছো তুমি
জীবনে কী চাই যে
ভয় নেই জেনে যাবে
পুড়বো একা নিজে।


কী এমন ক্ষতি হতো?
যদি এমনি হতো?
কী এমন হাতি হতো
যদি আমারি হতো?