রত্ন পাথর জেনো
খুঁজেছি তোমার দেশ,
জারুল বনের মায়ায়
ছিলে যে নিরুদ্দেশ!


কাঁটা পাহাড়ের পথ
এখনো জীবন টানে,
পাইনা জবাব মনে
প্রেমের শপথ মানে!


রত্ন পাথর আজও
কত শত ভুল হয়,
ছোট্ট একটু ভুলে
ভেঙে গেল প্রত‍্যয়!


তবে কী ঠুনকো ছিল
জারুল বনের মায়া!
স্মৃতির পরতে ছুয়ে
ঘিরেছে সেই ছায়া।


তবে এ জীবন কী
তুমি হারা হবে না?
এর বেশি ভাবিনি
তুমি তারা রবে না?