রোদের আড়াল মুখ লুকিয়ে ঝড় মেঘে
রঙধনু তুই বলতে পারিস কাঁপা আবেগে
মিলবে নারে পাখির সাথে জলের যত রঙ
স্কুলে ঠিক ছুটির ঘন্টা বাজবে যে ঢং ঢং।
খুঁজতে গিয়ে প্রকৃতির এই ভেজা জল পাতা
ঘাসফড়িং এ ভাঙা পায়ে করতে পারে যা তা?
লোকের কাছে সত্যি যে এর কোনো টান নাই
তবু ঢোলের বাদ্যে কেন বাজালো এ সানাই?
এমনি কত অশ্রু গড়ায়, বৃথা কথক নাচে
তুই ভাবতে পারিস পাথর করে যে জন বাঁচে
তার চোখেই কান্না এতো বিশ্বাস হবে না?
সে মেয়ে নয়, বধু ও আজ জবাব পাবে না।
বাঁশি পোড়া ধোঁয়ায় ঢেকে বুকের পাশে ফুঁ
জীবন ছবি রঙিন করে এই নিদানের ধুধু
বাজতে গিয়ে সুর হারালো যেসব দোতারা
বলতে পারি এ বলয়ে সত্যি মানুষ কারা?
ছন্দ : মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা ১৪)