সরষে ক্ষেতের উপরে নীল আকাশে মৌমাছি
হলুদ রঙা মধুর আবেশ রোদের কাছাকাছি
উড়ছে এবং উড়তে পারে যতই এলোমেলো
প্রজাপতির দল গুছিয়ে লজ্জা পেয়ে গেলো।
হলুদ মাখা তার হবেনা কিসের এতো আড়ি?
এসো সারা এই এখানে হলুদ মাখা বাড়ি।


ফুল পিন্দে আগাছা ফুল খোঁপায় ভাজে ভাজে
অন্য রকম হতেই পারে একটু এসব কাজে।
তাই মনে এই পুষে রাখা হলুদ হলুদ রাগ?
রাখ এখানে গোপনে ভুল ছোট্ট কালো দাগ।
সবকিছুতে ধরতে গেলে পুড়বে রোদে খরা
আজকে না হয় হলুদে দিন রাঙাই বসুন্ধরা।