রোদ লুকিয়ে সবুজ বনে,
বনের পাশে মাঠ
ঘুঘুর ডাকে এমন বনে
আমার গানের পাঠ।


শুনি রোজই শিয়রে সে সুর
ঘুচে বাঁধা হয় যে সবি দূর।


একটি দুটি পাখি যেন
ঘুঘুর মত করে
ডাকতে এসে অবশেষে
যায় কত পরে!


দল বেধে সব খুশির নাচন
হরেক পাখির হরেক বাচন।


শনশনিয়ে আসে বাতাস
গনগনিয়ে রোদ
কে ভাবে এই গানেই হবে
অন্যরকম বোধ।


ফুড়ুৎ করে যে উড়ে যায়
একটু পরে সে ঘুরে যায়


তাল হারিয়ে পাল হারিয়ে
এই খোকনের বেলা
আয় না পাখি গানে গানে
করি গানের খেলা।