রাত্রির নীলে তারার আলো
দেখা ছবি দুই চোখে,
তুমি আছো শেষ বয়ানের মত
জমিয়ে ব‍্যথার শোকে।


ঝরিয়ে শিশির জোস্নায় মেখে
চুপচাপ সারা রাত,
অনুভবে এই প্রিয় সঙ্গ
চেয়ে থাকা হাতে হাত।


ভুল বয়ানে তবু শোধরাতে
কষ্টেরা হয়রান,
বুকের বা'পাশে পুরান জুলুম
গেয়ে যায় একা গান।


তবু বলবে এসো জলসায়
করে যাও সুধাপান
দুঃখ সেকি তারাদের ছবি
বেদনার বলিদান?