শীতের বুড়ি
শীতের বুড়ি
কাঁপছে যত
জোয়ান ছুড়ি!
কাঁপছে ডালে
পঙ্গপালে
গাছির ভোরে
ভাজ কপালে!
খেজুর রসে
গুড় পাটালি
পিঠা পুলির
ধুম জমালি!
ভোরের রোদে
ওমটা পেতে
ছেলে বুড়ো
ওঠে মেতে!
এই যে আমার
বাংলাদেশে
শীতটা জমে
অন্য বেশে!
ছন্দ : মাত্রাবৃত্ত ( মাত্রা ২+২=৪)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে