মেঘে মেঘে শাদা মেঘে
চলে উড়াউড়ি,
শরতের কাশ বনে শত
সুতা ছেড়া ঘুড়ি।


সবুজ ধানের ক্ষেতে যেতে
চোখে ভাসে গ্রাম
শরতের এই দেশে শুনি
এই নিয়ে কত সুনাম।


শাদা বক কত ঢক
ওড়ে পালে পালে,
রংধনু বিকেলে সাজে এর
শরতের কালে।