এই মাটি গন্ধটা
সোদা সোদা লাগে,
সবুজ মাঠের টান এই বুকে জাগে।
রূপকথা চুপকথা ফেরে মুখে মুখে,
কতশত ছবি সেটে আছে এই বুকে!


এইখানে এই মাঠ
সবুজের যত পাঠ,
পথে পথে জীবনের পাওনা বিরাট।
পাহাড়ে পাহাড়ে সে কতশত নাম,
তেরশ নদীর ঢেউ বহে অবিরাম।


এই দেশ রক্তের
দামে কেনা খাটি
দালাল তোমার বুকে পা তুলে হাটি।




এইখানে এই বুকে
যত পারো মুখ গুজে
পাবে কত ভালোবাসা
ভেবে কী পারো বুঝে?