এক মোড়কে তোমার ছবি
স্টাচু হয় দেয়ালে,
দুহাতে সে দুটি চরণ
মায়া মিঠে এই বরণ
তুমি তখন চেয়েই থাকো
অন্য কারো খেয়ালে!


অন্য জীবন এই বেশে
ভিন্ন রকম ভালবেশে
যে যার মেটায় সুখ,
তোমায় নিয়ে এত্তো লোকের
শান্তি কতটুক?


ঝুলবে তুমি ঝুলাবে যে
বারোটা যে বেজে বেজে
রাত্রি হবে কাবার,
তুমিই শুধু পথটি চিনে
খোঁজ পাবেনা যাবার!