হয়তো দেখেছি পাখির আকাল,গাছের আকাল বলে
হয়তো কান্না নিভিয়ে দিয়েছে বুকের আগুন জ্বলে।
হয়তো দেখেছি সুগন্ধি বেথুল হয়ে যায় বিষময়
হয়তো এখানে নিয়তি ছুয়েছে লাল নীল পরাভয়।
তবুও মানুষ তবুও পুরুষ ভয়ডর তুলে ফাঁদে
রমনীকে ছুঁয়ে শতাব্দীর যত বেদনা ব্যথায় কাঁদে।
এই টানাটানা রাত্রি পেরিয়ে শুকিয়ে জলের ক্ষত
ফের সংগ্রামে নতুনের মোহ জেগে ওঠে উন্নত।

তুমি ও এখানে ফাঁদ পাতা পথে হতে পারো সংগ্রামী
পদেপদে বাঁধা আস্থা ঘাতক কেড়ে নেবে সুখ দামী।
এই সর্পিল ত্রস্ত জনপদে ঘাতকের রূপ ভারি,
তীক্ষ্ণ চাহনির সদা সতর্ক, তবু কী বাঁচাতে পারি?
উপদ্রুত এই উপত্যকা কত রক্ত চুষেছে ঘাস
বেমালুম ভুলে করে মজলুম ভীড় ঠেলে বসবাস।
চটিতে দাগের এতো ছায়াছবি মুছে যাবে একদিনে?
যদি তদন্তে আবছা আলো ফিরে পায় শেষ ঋণে!
হয়তো আমার এই উপত্যকা মিছিলেই পাবে প্রাণ
হয়তো তুমি ও খুঁজে পাবে সেই সুগন্ধি বেথুল ঘ্রাণ।