শুভ্রতার জন্য মেঘ
শাদা মেঘ
কাশফুল, বকের জুড়ি নেই!
অথবা অপলক ফুটে থাকা জুই
একাকী পালতোলা নায়ে থাকা চোখ
শিরায় শিরায় যখন স্নায়ুবেগ ঘুম
এই বিকেলে খুঁজে পাওয়া বাঁধা যেন
পাহাড় প্রাচীর।
তবুও আড়ালে অদ্ভুত আরামে
চোখ বুজে এলে
কত ঘাট, পার হয়ে আসা নদী
সারি সারি ভেড়ানো নোঙর
ভীড় করে তোমাকে হারিয়ে ফেলে;
সব আশা ছেড়ে ফের
তোমার সেই মনকে খুঁজি।।