আনমনে ভেবে যাই বাড়ে ভাবাভাবি
খাইলেও শেষমেশ টাশকি খাবি!
লঙ্কায় ঝাঁঝ দুশো, আলুতে ত্রিশ
এই কথা মিছে হলে কষে দুঘা দিস!
পটলের পুটলাটা লবণ সমান
মাছের বাজারে বাবু থাকেনাতো মান!
তেলের বাজার কড়া, অতি কড়াকড়ি
চাল কড়া,ডাল কড়া, গ‍্যাসের বড়ি?
যাই বলি দোকানিরা বলে, বাপু তেল!
এই দাম, সেই দাম, তারই যত খেল।
বলি তয় তেলমারা এখন কী বন্ধ?
রাশিয়ার সাথে তার এত কী সমন্ধ?