ছড়ায় ছড়ায় ছড়ায় জল চারিদিকে,
মা তাই চেয়ে সব দেখে অনিমিখে।
দুষ্টুমি তার কাজ যারা যতো ভাববে
তাকে নিয়ে কবিতা লিখে যাবে কাব‍্যে।
এলোমেলো কথা তার মিষ্টিতে ভরপুর,
দাদীর ডাকে সাড়া দৌড়ে সে বহুদূর!
পেন্সিলে আঁকা ছবি খাতা নয় দেয়ালে,
নিষেধের কথা ভোলে এমনিতে খেয়ালে।
এই তোহা আমাদের বাড়িঘর মাতাবে,
কাছে ঘেঁষে দেখো কত খাতির সে পাতাবে।
লাভ নেই বাড়িয়েই নালিশের লিস্টি
ফাউ শুধু চেঁচামেচি কান্নার হিস্টি।।