প্রতিদিন পনের মিনিট
আমার জানালার আকাশে যতদূর চোখ যায়
তোমাকে দেখি
প্রতিদিন পনের মিনিট
এভাবে পনের দিন পেরিয়ে
পনের বছর পরে
চন্দ্রনাথ পাহাড়ের মেঘে মেঘে
তোমাকে দেখি
শুধু তোমাকে দেখি
যেন অবিকল তোমার আঁকা মুখ!


কিছু সময়ের জন্য
আমার দুচোখ যেন অবিশ্বাসের মাত্রা লিখে রাখে।
চিমটি কেটে কেটে
নিজেই নিজের নাম জিজ্ঞেস করে।
বলোতো, এই দ্বন্দ্ব অবেলায়
আমার ভিতর জুড়ে বলে দেয়
তুমি, তুমি তুমি!


শ্যামল প্রবাল নয়
সেইন্ট মার্টিন সে-তো বহুদূর?
শিরিষের বনে বনে
আমার জানালার কাঁচ খচখচ করেনা কখনো!
অতি সন্তর্পণে, চেয়ে থাকা চারচোখ
বোকামি করে বসে যেন
ভালবাসা নিয়ে বলে তুমি, তুমি, তুমি!